প্রত্যাশা
- মোঃ আব্দুল হাফিজ ১৮-০৫-২০২৪

কালের যাত্রার ধ্বনি দিকে দিকে , জীবনের রং ক্রমাগত হচ্ছে ফিকে । আমরা ,যারা ছিলাম যুবক একদিন , কালের আবর্তে বুড়ো হচ্ছি প্রতিদিন । নিউমার্কেটের পাইকড় গাছটাও আজ বুড়ো , দিনে দিনে জীবনের কত গল্প হয়েছে জড়ো । জিয়ার চায়ের দোকানটিও রয়ে গেছে তেমনি , শুধু বন্ধু শামিম নেই কানে বাজে প্রতিধ্বনি । সে তো আর ফিরবেনা জানি কোনদিন , খাঁচার অচিন পাখি , কবেই হয়েছে অচিন। মনের মাঝে বাজে করুন ব্যথা , স্মৃতিতে সদা বিচরণ অনু'দার কথা । বিধাতার অসীম ক্ষমায় আসবে আবার ফিরে , কবিতাগুলিও পাবে ঠাঁই , ভিড়বে তরী তীরে । বেনাপোল ৪ বৈশাখ , ১৪২৪ ১৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।